| |
               

মূল পাতা রাজনীতি মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দিতে হবে : মাওলানা নূরপুরী


মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দিতে হবে : মাওলানা নূরপুরী


রহমত নিউজ ডেস্ক     10 June, 2023     11:55 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের মানুষের মাঝে উৎকন্ডা বিরাজ করছে। দেশের মানুষ সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন দেখতে চায়। সুতরাং আগামী নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে হতে হবে। সরকার সাধারণ মানুষের দিকে কোনো দৃষ্টিপাত করছে না। মানুষ জীবন পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। চাল ডাল তেলসহ জিনিসপত্রের দাম বেড়েই চলছে। অপরদিকে বিদ্যুতের অধিক লোডশেডিং এর কারণে জনজবীবন মারাত্বক হুমকির মুখে। বৃদ্ধ ও শিশুদের অনেক কষ্ট হচ্ছে। দেশের কলকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুতরাং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রন ও বিদ্যুতের লোডশেডিং বন্ধে দ্রত উদ্যোগ নিতে হবে। সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত খেলাফত যুব মজলিসের খুলনায় অনুষ্ঠিত বিক্ষোভ থেকে কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকেতদের দ্রুত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১০ জুন) পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা এনামুল হক নূর, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা আব্দুল মুমিন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী  প্রমুখ।